অভয়নগর পিআইও অফিসে চলছে কর্মবিরতি

0
72


স্টাফ রিপোর্টার
কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে যশোরের অভয়নগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে (পিআইও) কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি পালন করছে। পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দিন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে সেবা না পেয়ে ফিরে গেছেন সেবাপ্রত্যাশীরা। সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত অফিস বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুশফিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (ইজিপিপি) মামুনুর রশিদ, কার্যসহকারী ও অফিস সহায়ক। কর্মবিরতি ও দাবি সম্পর্কে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও আপগ্রেডেশন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদে পদোন্নতি/ চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণ। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে ২য় দিন অভয়নগরে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করা হয়েছে। কেন্দ্রীও ঘোষিত দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। অপরদিকে আবদুর রহমান, নাছিমা বেগমসহ কয়েকজন সেবাপ্রত্যাশী বলেন, সকালে পিআইও অফিসে এসে দেখি অফিস বন্ধ রেখে কর্মবিরতি পালন করা হচ্ছে। যে কারণে আমাদের মত সেবাপ্রত্যাশীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহারের দাবি করেন তারা।

Comment using Facebook