বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুরে বার্জার পেইন্টার কর্মশালা অনুষ্ঠিত হয়।গতকাল রাতে হাইস্কুল প্রাঙ্গণে মন্ডল ট্রেডার্স এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় বার্জার পেইন্টস এর টেরিটরি ম্যানেজার সিয়াম উজ্জামান খান, হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আহসানুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সভাপতি ও এস এ টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, সাংবাদিক বসির আহাম্মেদ, এ বি এম শওকত বারী,বার্জার পেইন্টস এর জোনাল অফিসার আকাশ বিশ্বাস কাস্টমার সার্ভিস অফিসার মেহেদী হাসান, ইয়াসিন আরাফাত , মন্ডল ট্রেডার্স এর ম্যানেজার রিফাত মন্ডল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মন্ডল ট্রেডার্স এর স্বত্বাধিকারী মনির মন্ডল। অনুষ্ঠানে হাটগোপালপুর সহ আশপাশের অঞ্চলের ৭৫ জন পেইন্টার শিল্পীরা এই কর্মশালায় অংশ গ্রহণ করে । কর্মশালা শেষে পেইন্টার শিল্পীদে মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Comment using Facebook