কালীগঞ্জে যত্রতত্র গবাদিপশুর বিচরণ : বিড়ম্বনায় শহরবাসী

0
91


কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদাদতা
কালীগঞ্জ পৌর শহরের বেশির ভাগ সড়কে যত্রতত্র বিচরণ করছে গবাদিপশু। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ শহরে চলাচলকারী লোকজনকে প্রতিনিয়ত বিড়ম্বানায় পড়তে হচ্ছে। শহরজুড়ে অবাধে গরুর পাল চরে বেড়ালেও এসব নিয়ন্ত্রণে মাথাব্যথা নেই কারোর। কালীগঞ্জ শহরে দিন রাত ২৪ ঘন্টা দেখা যায়, শহরের স্কুলের সামনে, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গরুর পাল ঘোরাঘুরি করছে। গরু গুলো ময়লা খাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী গরু দেখে ভয়ে অনেক দূর দিয়ে হেঁটে যায়। কালীগঞ্জর শহরটি সর্বসময় ব্যাস্ততম থাকে। কিন্তু গুরুর পাল প্রদান সড়ক পার হচ্ছে। কয়েকটি গরু কাচামাল দোকান, ফল ব্যবসায়িদের দোকানে গিয়ে খাবার খেয়ে ফেলে। অনেক সময় মহাসড়কের উপর মাঝখান দিয়ে গরু হেঁটে যাবার সময় যানবাহনে চলাচল বিঘœ সৃষ্টি হয়। এ সময় যানবাহন গুলো গুরুর পাশ কাটিয়ে চলাচল মারাত্নক বিঘœ সৃষ্টি হয়। রাস্তায়,বাসাবাড়ির সামনে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সামনে হরহামেশা মলমূত্র ত্যাগ করে গরু গুলো। ফলে পরিবেশ নষ্টের পাশাপাশি দুর্গন্ধে পথচারীদের চলা দায় হয়ে পড়ে। যা বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে বলে কোন প্রতিকার হয়নি, এমনকি একাধিকবার মাইকে প্রচার করা হয়েছে গরু না ছাড়ার জন্য। কিন্তু গরুর মালিকরা কোন তোয়াক্কাই করে না। শহরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, হলুদহাট, বাসটার্মিনাল, মধুগঞ্জ, কলাহাট,কাচামালহাট, নতুনবাজারসহ কালীগঞ্জ শহরের প্রতিটি স্থানে অবাধে গরুরর চলাচল অবাধে রয়েছে। এলাকায় সব সময় গরু চরে বেড়ায়। কখনো কখনো ব্যস্ত সড়কে গবাদি পশু শুয়ে আয়েশ করে। পথচারী ও যানবাহন চলাচল করে গরু গুলোকে পাশ কাটিয়ে। প্রতিদিন একপাল গরু প্রধান সড়কে ও মার্কেটে ঘোরাঘুরি করে প্রায়ই মার্কেটের ভেতর ঢুকে মলমূত্র ত্যাগ করেসএসব গরুর মালিক কারা ও কীভাবে শহরময় ছেড়ে দেন এ নিয়ে মুখ খোলেন না কেউ। যেন বেওয়ারিশ গরুর দল চরে বেড়ায় শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। পৌরসভার জনস্বাস্থ্য ২০০৯-এর আইনের (৫০ ধারায়) স্পষ্টভাবে উল্লেখ আছে, পৌরসভা কর্তৃপক্ষ বেওয়ারিশ গবাদি পশু আবদ্ধ ও খোঁয়াড়ের ব্যবস্থা করতে পারবে। আবদ্ধকৃত পশুর জন্য জরিমানা ও ফি আদায়ের বিধানও রয়েছে। কালীগঞ্জ শহরের ব্যবসায়িরা বলেন, প্রতিদিন একপাল গরু প্রধান সড়ক ও মার্কেটে ঘোরাঘুরি করে। প্রায়ই গরু মার্কেটের ভেতর ঢুকে মলমূত্র ত্যাগ করে যায়। বিশেষ করে রাতে মার্কেট বন্ধ থাকার সুযোগে গরুর পাল মার্কেটের ভেতরে চলে আসে। এতে দুর্ভোগের শেষ নেই। মাঝেমধ্যে গরু দোকানের ফলও খেয়ে ফেলে। যানজটের কারণে অনেক সময় গরু দোকানের সামনের ক্রেতাদের গুঁতো দেয়। সারা শহর ঘুরে বেড়ায় এসব গরু। এগুলোর শরীরে কোনো রশি নেই। পৌরসভার পক্ষ থেকেও এসব গরুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

Comment using Facebook