স্টাফ রিপোর্টার, মণিরামপুর
আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা তহবিল থেকে মণিরামপুরে ১৫ জন অসূস্থ্য, অসহায় ও হতদরিদ্র ব্যাক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। গত সোমবার রাতে যশোরের লাল দিঘিরপাড় নিজ বাসভবনে মণিরামপুরের বিভিন্ন এলাকার অসহায় ও হতদরিদ্রদের মাঝে এ ৮ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)। চেক বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি) বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ইতোপূর্বে মণিরামপুরের অসূস্থ, অসহায় ও হতদরিদ্র ব্যাক্তিদের মাঝে অনেক চেক বিতরণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অসহায় ও অস্বচ্ছল ব্যাক্তিদের আজ ১৫টি চেকের মাধ্যমে ৮ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হলো। এ চেক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মণিরামপুরে ১৫ জনকে প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিলের চেক তুলে দিলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য
Comment using Facebook