মাসুদুর রহমান শেখ, বেনাপোল
বেনাপোল সীমান্তের কাঁটাতারের কাছ থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোলের রঘুনাথপুর সীমান্তের কাঁটাতারের কাছ থেকে লাশ উদ্ধার করা হয়। এদিকে ঘটনা স্থলে গিয়ে দেখা যায় বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশটি ধান ক্ষেতে পড়ে আছে। এছাড়া তার গায়ে অধিক পরিমাণে আঘাতের চিহ্ন রয়েছে। এবং লাশটির পায়ে গামছা বেধে ভারত সীমান্তের দিক থেকে টেনে আনার চিহ্ন দেখা যায়। স্থানীয়রা জানায়, কয়েকজন কৃষক সকালে সীমান্তের কাঁটাতারের কাছে ফসলি জমিতে কাজ করতে গিয়ে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায়। এসময় তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি বিজিবি ও পুলিশ কে খবর দেয়।এবং পরে বিজিবি ও পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। যশোর ৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার জানান, স্থানীয় কৃষকদের ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরে বিজিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এখনও পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। নাভারণ সার্কেল (এসপি) জুয়েল ইমরান জানান, সকালে জানতে পারি বাহাদুরপর ইউনিয়নের রঘুনাথপুর বিজিবি বিওপির একেবারে ভারতের সীমান্তের কাটাতারের পাশে অজ্ঞাত ব্যাক্তির লাশ পড়ে আছে। পরে পোর্ট থানার পুলিশসহ বিজিবিকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভারত সীমান্তের কাটাতারের খুব কাছেই বাংলাদেশের ভু-অংশে অজ্ঞাত ব্যাক্তির লাশ পড়ে আছে। লাশের সারা শরীরের অজস্র আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রথামকি ভাবে ধারনা করা হচ্ছে অধিক আঘাতের কারনে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যু কারন জানা যাবে। এবং লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে ও তিনি জানান।
বেনাপোলে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার : শরীরে আঘাতের চিহ্ন
Comment using Facebook