কুষ্ঠিয়া সংবাদদাতা
কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। গতকাল সোমবার জেলার দৌলতপুর ও মহিষাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত বারী দফাদারের ছেলে গাফফার (৩৮), আজিল প্রামাণিকের ছেলে সানোয়ার ওরফে ছানু প্রামাণিক (৪০), ইনতা সর্দ্দার (৪৬) ও এনদাল (৪২)। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে দৌলতপুর থেকে ভটভটিতে করে তিন ব্যবসায়ী কাঁচামাল কিনতে কুমারখালীর আলাউদ্দিন নগরে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে ধাক্কা দিলে পাশের খাদে পড়ে গাফফার (৩৮), সানোয়ার ওরফে ছানু প্রামাণিক (৪০) ও ইনতা সর্দ্দার (৪৬) নিহত হন। এ সময় আহত হস আরও নয়জন।
Comment using Facebook