বাগেরহাট সংবাদদাতা ।।
রামপাল উপজেলার গিলাতলা বাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলী (৬৫) খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকলে মারা গেছেন। গত ৯ সেপ্টেম্বর গিলাতলা বাজারের পাশে নিজ বাড়ীর সামনে দূর্বৃত্ত বৃদ্ধ আবুল হাসেম (৭০) তার গর্দানে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে। গুরুতর আহত মোহাম্মদ আলীকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার ৪ দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় ভিকটিমের পরিবারের পক্ষ থেকে একটা হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছিল। ব্যবসায়ী মোহাম্মদ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার শ্যালক গাজী নাজমুল হোসেন বলেন আমরা লাশের পোস্ট মর্টেমের পর বাড়িতে নিয়ে আসবো। কি কারণে এবং কেন তাকে হত্যা করা হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। তবে পুলিশের তদন্তের মাধ্যমে হত্যার ঘটনা উন্মোচিত হবে বলে তার পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন। ###
Comment using Facebook