ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা
গতকাল সোমবার সকালে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়তে যে স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবায়নে আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ঝিকরগাছা থানা আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ আলোচনা সভায় থানা চত্ত্বরে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এ কথা বলেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্তের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে হিসেবে সাবেক বিদ্যুৎ, জ¦ালানি প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর কারণেই দেশের গরীব মানুষ আজ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা সহ সকল ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন। মুক্তিযোদ্ধাদেরও ভাতা দিয়ে সন্মানিত করেছেন। বিশেষ অতিথি সাবেক সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেন, পুলিশ প্রশাসনের সাথে রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধিদের সাথে সম্প্রীতি গড়ে তুলে দেশকে এগিয়ে নিতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক, পৌরসভা মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে জাহাঙ্গীর আলম মুকুল ও মুসা মাহমুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, লিয়াকত হোসেন এবং প্রেসক্লাবের সম্পাদক ইমরান রশিদ প্রমুখ। অনুষ্ঠানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ সর্ব স্তরের মানুষ উপস্থিত ছিলেন। বৃষ্টি জনিত কারণে অনুষ্ঠান দেরীতে শুরু হয়।
ঝিকরগাছা থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
Comment using Facebook