স্টাফ রিপোর্টার, যশোর
যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ঝিনাইদহের দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আলী (৬০) ও নূর (৮০)। উপসর্গ নিয়ে গত ১ ও ২ ফেব্রুয়ারি যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন তারা।
এদিকে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টার থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় যশোরের ২শ’ ২২ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
শনাক্তের হার ৪১ শতাংশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) যশোর জেনারেল হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক ফেরদৌসী বেগম বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে দুই জন মারা গেছেন। বর্তমানে হাসপাতালের রেড জোনে ১২ ও ইয়েলো জোনে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।