কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়ায় পূর্ব শত্রুতার জেরে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেকে যাবজ্জীবন ও দুই জনকে ১০ বছরের সশ্রম কারাদ- দিয়েছেন আদালত। একই সঙ্গে বাবা-ছেলেকে ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বিষয়টি নিশ্চিত করেছেন। যাবজ্জীবন দ-প্রাপ্তরা হলেন-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লিয়াকত আলী ও তার ছেলে আশারত আলী। ১০ বছরের কারাদ-প্রাপ্তরা হলেন-একই এলাকার এনামুল ও মিন্টু।
Comment using Facebook