ভারতে পাচারের শিকার ৭ নারীকে বেনাপোলে হস্তান্তর

0
109


যশোর অফিস
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৭ বাংলাদেশি নারীকে ৩ বছর পর ট্রাভেল পারমিটে বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ফেরত আসা নারীরা হলেন, খুলনা জেলার মহাকামপুর গ্রামের চম্পা আক্তার, রাবেয়া খাতুন,ঝারা খাতুন, প্রীতি বিশ্বাস, তুলি বিবি, কোহিনুর বেগম, আয়সা খাতুন। ফেরত আসা নারীদের আইনী সহয়তা দিতে ৪ জনকে জাস্টিস এন্ড কেয়ার ৩ জনকে রাইসট যশোর নামে মোট ২ টি এনজিও সংস্থা গ্রহন করেছে।

Comment using Facebook