রূপসায় মসজিদ ও মাদ্রাসা রক্ষার্থে মানববন্ধন

0
95


রূপসা সংবাদদাতা
গতকাল সকাল সাড়ে ১০ টায় রূপসা বাস ষ্ট্যান্ড এলাকায় শত শত মুসলমান মসজিদ রক্ষার দাবী নিয়ে মানব বন্ধনে একত্রিত হয়েছেন। তাদের দাবী! পূর্ব রূপসা সি.এন্ড. বি জামে মসজিদ ও মারকাযুল হুদা মাদ্রাসা ভাংগার হাত থেকে রক্ষা করার বিষয়ে বলেন, এই এলাকায় মসজিদ ১৯৮২ সালে স্থাপিত এবং ২০১৫ সালে মাদ্রাসাটি স্থাপিত হয়েছে। বর্তমানে মাদ্রাসাতে ৬৫ জন ছাত্র ও ৫ জন ষ্টাফ। এ ছাত্ররা বেশির ভাগই এতিম ও অসাহায়। মানব বন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন, আল আকসা মাদ্রাসা সুপার মাওলানা মিজানুর রহমান। থানা ভিত্তিক মারকাজ মসজিদ হিসেবে দেশব্যাপী এর পরিচিতি রয়েছ। মসজিদটি অন্যত্র অপসারণ করার মত আশে পাশে উত্তম কোন জায়গা নেই। এমনকি বাস স্ট্যান্ড পার্শ্ববর্তী এলাকায় মুসলিম সম্প্রদায়ের নামাজ আদায়েরও কোন মসজিদ নেই। তাই দ্বীনের স্বার্থে সিএন্ডবি জামে মসজিনটি স্থায়ীভাবে রক্ষনা-বেক্ষনের সহায়তা কামনা করেন। সভাপতির বক্তৃতা করেন মসজিদ কমিটি সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব শাহজাহান শেখ ও মসজিদের খতিব আরাফাত হোসাইন এর পরিচালনায় বক্তৃতা করেন ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আবুল হাসান হামিদী, প্রধান শিক্ষক লুৎফর রহমান শেখ, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক আ: সত্তার শেখ, আঃ মান্নান শেখ, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ইজাজ শেখ, শরিফুল ইসলাম প্রমূখ।

Comment using Facebook