মহেশ্বরপাশায় নিখোঁজ রহিমা’র স্বামী বিল্লাল গ্রেফতার

0
89


খানজাহান আলী থানা সংবাদাদতা
মহেশ্বরপাশা খানাবাড়ী এলাকার রহস্যজনক নিখোঁজ রহিমা বেগম(৫০)কে আইন-শৃংখলা বাহিনী ১৬দিনেও উদ্ধার করতে ব্যার্থ হয়েছে। নিখোঁজ রহিমা বেগমের স্বামী মো. বিল্লাল হাওলাদার(৫৬) ওরফে বিল্লাল ঘটককে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল সোমবার সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়। রহস্যজনক নিখোঁজের ঘটনায় রহিমা বেগমের স্বামীসহ মোট ৬জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, মহেশ্বরপাশা খানাবাড়ী এলাকার রহিমা বেগম গত ২৭ আগস্ট রাত পৌনে ১১টায় বাড়ীর নিচের টিউবয়েলে পানি নিতে নামে। প্রথম বার তিনি পানি নিয়ে উপরে যায় দ্বিবার তিনি পানি নিতে নেতে নিখোঁজ হয়। নিখোজের ঘটনায় রহিমা বেগমের কন্যা আদুরী আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করে। মামলায় তিনি জমিজমা সংক্রান্ত বিরোধের কথা উল্লেখ করে সন্দেহজনক ভাবে ৫জনের নাম উল্লেখ করেন। নিখোজের ঘটনার মামলায় হেলাল শরীফ(৪০), মো. মহিউদ্দিন(৫০), গোলাম কিবরিয়া(৪০), রফিকুল ইসলাম পলাশ(৩৬) ও মো. জুয়েল(৪০) কে আগেই গ্রেফতার করা হয়েছে।

Comment using Facebook