খুলনায় কাউন্সিলর প্রার্থী রেজা‘র মতবিনিময়

0
85


খুলনা ব্যুরো
খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ সালকে সামনে রেখে কাউন্সিলর পদে একাধিক প্রার্থী থাকলেও সকলের প্রিয় মানুষ ৩০ নং ওয়ার্ড এর কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা পূনরায় আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান। এস এম মোজাফফর রশিদী রেজা তিনি বলেন, দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসী ভোগান্তির শিকার হয়েছে। স্বপ্নের পদœাসেতু, দিঘলীয়া ব্রীজ, রুপসা রেল লাইন, ৭ নম্বর রেল ষ্টেশন সহ বিভিন্ন মসজিদ মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রাখছেন বর্তমান সরকার।

Comment using Facebook