স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রামসরা গ্রামের মৃত: অবনী মজুমদারের ছেলে অশোক মজুমদার ও সন্তোষ মজুমদারের ছেলে হরিচাঁদ মজুমদারের বিরুদ্ধে একই গ্রামের মৃত: তরনী মল্লিকের ছেলে হরিদাস মল্লিক মারপিটের ঘটনায় বাদি হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা গেছে। বাদি হরিদাস মল্লিককে জমির পাশে থাকা একই গ্রামের পতিত জমিতে পানি জমে থাকতে দেখে বাদি হরিদাস মল্লিক জমির মালিক প্রকাশ রায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আইল কেটে হসিদাস মল্লিক তার জমিতে পানি প্রবেশ করানোর সময় পাশে থাকা আসামী অশোক মজুমদার ও হরিচাঁদ মজুমদার পানি নিতে নিষেধ করলে হরিদাস মল্লিখ বলেন, যার জমি তার কাছ থেকে অনুমতি নিয়েই পানি নিচ্ছি। একথা বলাতে উভয় পক্ষের মধ্যে কথা কাটা কাটির এক পর্যায়ে হরিদাস মল্লিককে কিল ঘুষি মারতে থাকে অশোক মজুমদার পরবর্তিতে হাতে থাকা দায়ের উল্টা পিট দিয়ে মাথায় আঘাত করতে গেলে মাথা সরাইয়া নিলে আঘাতটি হরিদাস মল্লিকের ঘাড়ের বামপার্শে লেগে ঘাড়ের হাড় সরে যায়। এলো পাতাড়ী মারধর করতে দেখে তার ছেলে কিশোর মল্লিক ঠেকাতে গেলে তাকেও এলো পাতাড়ী মারধর করার এক পর্যায়ে অশোক মজুমদারের হাতে থাকা দা দিয়ে খুন করার উদ্দেশ্যে মাথায় আঘাত করতে গেলে মথা সরিয়ে নিয়ে বাম হাত দিয়ে ঠেকাতে গেলে হাতের আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। এসময় তাদের চিৎকারে প্রতিবেশিরা এসে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য অভয়নগর স্বাস্থ্য কম্পেøক্সে নিয়ে যায়।
অভয়নগরে রামসরায় মারপিটের ঘটনায় থানায় অভিযোগ
Comment using Facebook