স্টাফ রিপোর্টার (খুলনা)
খুলনা মহানগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিউ মার্কেট এলাকার অভিজাত বিপনী বিতান ‘সেইফ এন সেইভ’ চেইন শপ এবং শেখ এন্ড সন্স এ বিদেশী পণ্যে আমদানিকারকের নাম, ঠিকানা ও মূল্য না থাকায় জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর নিউ মার্কেট এলাকার দোকান দুটিতে জরিমানা করা হয়। ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, প্রতিষ্ঠান দুটিতে বিদেশী পণ্যে আমদানিকারকের নাম, ঠিকানা ও মূল্য লেখা ছিলো না। প্রতিশ্রুত পণ্য যতাযথভাবে বিক্রি না করায় সেইফ এন্ড সেভকে ২০ হাজার টাকা এবং শেখ এন্ড সন্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়িদের ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়।
খুলনায় দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
Comment using Facebook