রূপসা সংবাদদাতা
সাবেক জেলা প্রশাসক এসএম হারুনার রশিদ’র মেজ ভাই রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের বাসিন্দা ও সাপ্তাহিক খুলনার বাণী’র বার্তা সম্পাদক এসএম আরিফুল ইসলাম রিপনের পিতা আলহাজ্ব এসএম রফিকুল ইসলাম (৬৩) দীর্ঘদিন কিডনীজনিত রোগে ভুগে গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে ইন্তেকাল করেছেন। নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রবিবার (১১ সেপ্টেম্বর) বাদ জোহর ইলাইপুর উত্তরপাড়া জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মায়ের মৃত্যুতে সর্বস্তরের সাংবাদিকরা শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়েছেন।
খুলনার বাণী’র বার্তা সম্পাদক‘র পিতার মৃত্যুতে শোক
Comment using Facebook