বিনোদন ডেস্ক
সালহা খানম নাদিয়া। নজরে পড়ার মতো প্রচারণা ছাড়াই শুধু অভিনয়গুণে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দর্শকমনে। হালকা-সরল গল্পে যেমন সাবলীল তিনি, আবার জটিল-নীরিক্ষাধর্মী কাজেও দেখিয়েছেন নৈপুণ্য। নাটকের পাশাপাশি ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন তিনি। প্রশংসা এসেছে সেখান থেকেও। তবে সাম্প্রতিক সময়ে খানিকটা ধীরলয়ে চলছেন এই অভিনেত্রী। প্রথমত অসুস্থতা, বাকিটা অপেক্ষা! সাম্প্রতিক ব্যস্ততার খবর জানতে চাইলে নাদিয়া দিলেন মনখারাপের তথ্য। জানান, তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ। বললেন, ‘গ্যাস্ট্রোলিভারের সমস্যায় ভুগছি। এ কারণে গ্যাপ দিয়ে দিয়ে কাজ করতে হচ্ছে। সময়মতো খাবার খেতে হয়, এজন্য বাসা থেকে শুটিং স্পটে খাবার নিয়ে যেতে হচ্ছে। চিকিৎসকের পরামর্শ মেনে বিশ্রামের দিকটাও খেয়াল রাখা লাগছে।’ আর অপেক্ষার বিষয়টা অনেকটাই মধুর।
অপেক্ষায় নাদিয়া…
Comment using Facebook