ঝিনাইদহে নৌকাকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী কাইয়ুম জয়ী

0
133


বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহ পৌরসভা নির্বাচনে সতন্ত্র মেয়র প্রার্থী কাইয়ুম শাহরিয়ার জাহেদী ২৫ হাজার ৭’শ ৫৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী আব্দুল খালেক পেয়েছেন ১৮ হাজার ৫’শ ৩৯ ভোট। জেলা নির্বাচন অফিসার আঃ ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন। নির্বাচন অফিসার জানান, এ পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দীর্ঘ ১১ বছর পর সীমানা সংক্রান্ত মামলার জটিলতাসহ নানা প্রতিবন্ধকতা কাটিয়ে এ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের দিন রবিবার সকাল থেকেই দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেও ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৭ কেন্দ্রের ২শ’ ৬৫টি কক্ষে ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোটগ্রহণ চলে। এখানে ৪৭টি ভোট কেন্দ্রে ৪৭ জন নির্বাচন অফিসার দায়িত্ব পালন করেন। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে ১৮ জন নির্বাহী, ৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, ৪৮০ জন পুলিশ ও ৪২৩ জন আনসার, ৯টি মোবাইল টিমসহ র‌্যাবের ৩টি স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মোতায়েন ছিল। এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রির্টানিং অফিসার ভোটের মাঠে সার্বক্ষনিক তদারকি করেন।

Comment using Facebook