বাঘারপাড়ায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন করলেন এমপি রনজিত রায়

0
107


বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা
যশোরের বাঘারপাড়ায় ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আ’লীগের সভাপতি রনজিত কুমার রায়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন খান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন আল আজাদ, একাডেমিক সুপারভাইজার মো. ওয়াহিদুজ্জামান, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, ক্রিড়া শিক্ষক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা শচীন্দ্রনাথ বিশ্বাস, পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম ও শহিদুল ইসলাম প্রমুখ। খেলায় জহুরপুর রাম গোপাল বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় ও বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিদ্বন্দিতা করে। ৪-১ গোলে জয় পায় বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। টুর্ণামেন্টে ১৮টি গোল করে টুর্ণামেন্ট সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছে তামিম হাসান। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Comment using Facebook