স্টাফ রিপোর্টার
নওয়াপাড়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে পুর্ব বুইকারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন, রাজঘাট নওয়াপাড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও যশোর জেলা ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মোল্যা, যশোর জেলা ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান, ৫নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক আঃ রশিদ ব্যাপারী, ৫নং ওয়ার্ড আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান টিটো, অভয়নগর উপজেলা যুবলীগের সদস্য শেখ অলিয়ার রহমান, নওয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরান, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামিম আল রানা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ মারুফ রুবেল। সার্বিক তত্বাবাধানে হাসিবুল হাসান বিপ্লব ও শেখ তুহিন। ১ ঘন্টার খেলায় ‘ইয়াং স্টার স্পোর্টিং ক্লাব’ ও ‘ওকে ফাইন স্পোর্টিং ক্লাব’ প্রতিব্দন্দ্বীতা করে। মধ্যহ্ন বিরতির পর
একমাত্র গোল করতে সক্ষম হয় ইয়াং স্টার স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় চিন্ময়। খেলায় রেফারীরদয়িত্ব পালন করেন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ইব্রাহিম হোসেন। পরে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্যরা।
নওয়াপাড়ায় ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Comment using Facebook