বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে যাত্রীবাহী বাস থেকে ফেনসিডিলসহ ঝর্ণা বেগম (৬০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।রোববার বিকেলে খুলনা-বাগেরহাট মহাসড়কের দশানী ট্রাফিক মোড় থেকে বরিশালগামী অনিক ক্লাসিক নামের ধাঁনসিড়ি পরিবহনের একটি বাস থেকে ডিবি পুলিশের এস আই সৈয়দ মো: জমারত আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ফেনসিডিলসহ ওই নারীকে আটক করে।এসময় তার শরীর ও পায়ে বিশেষ কৌশলে রাখা ৪৫ পিস ফেনসিডিল জব্দ করা হয়। আটক ঝর্ণা বেগম যশোর জেলার বেনাপোল উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের মৃত আবু তালেবের মেয়ে।
Comment using Facebook