মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক ভাবে গড়ে তুলতে হলে তাদেরকে মূল ধারায় সম্পৃক্ত করা প্রয়োজন। পারস্পরিক সহমর্মিতার সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়ে ইতিবাচক পরিবর্তন ঘটানোর লক্ষে শিশু-কিশোরদের ক্লাব স্থাপন করা দরকার। রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া এলাকায় শিশু ক্লাব উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজমুদার’র সভাপতিত্বে এসময় বক্ত্য রাখেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবার হোসেন, বিএএসডি’র ম্যানেজার এ্যাডোয়াড এ মধু প্রমুখ।
পারস্পরিক সহমর্মিতার সম্পর্ক গড়ে তোলার জন্য শিশু ক্লাব প্রয়োজন …..মোংলায় উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার
Comment using Facebook