কেশবপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা

0
84


কেশবপুর সংবাদদাতা
কেশবপুরে যৌতুকের দাবিতে ফতেমা খাতুন (৩৫) নামে এক গৃহবধুকে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্তবস্থায় ঐ গৃহবধুকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৬ মাস আগে উপজেলার দেউলী গ্রামের আব্দুল গনি তার মেয়ে ফতেমা খাতুনকে নগদ টাকা, স্বর্নের আংটি ও সাংসারিক যাবতীয় আসবাবপাত্র দিয়ে একই উপজেলার চিংড়া গ্রামের আব্দুল জলিল গাজীর ছেলে হাফিজুর রহমানের সাথে বিয়ে দেয়। হাসপাতালে ভর্তি ফতেমা খাতুন জানান, বিয়ের কিছুদিন পর সে জানতে পারে তার স্বামী ও শ্বশুর পেশাদার জুয়া ও নেশাখোর। বিয়ের পর থেকেই তার পাষন্ড স্বামী তার কাছে নতুন করে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে। সেই টাকা দিতে না পারায় তার পাষন্ড স্বামী নেশা করে বাড়ীতে এসে তার উপর প্রায় অমানুষিক নির্যাতন চালাত। ঘটনায় আদালতে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। এব্যাপারে হাফিজুরের সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি মারপিটের কথা শিকার করে বলেন, জুয়া ও নেশার কথা সত্য নয়।

Comment using Facebook