স্টাফ রিপোর্টার (খুলনা)
স্থানীয় সরকারের তামাক নিয়ন্ত্রণ গাইডলাইন বাস্তবায়নের মাধ্যমে ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ গড়তে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কাজ করছে। খুলনার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো লাইসেন্সিং, তামাক বিরোধী সচেতনতা, আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, বিজ্ঞাপন অপসারণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণে কাজ করছে। রবিবার (১১ সেপ্টেম্বর) সকালে খুলনা সিটি কর্পোরেশনের শহীদ আলতাফ মিলনায়তনে “স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা’’ বিষয়ক বিভাগীয় কর্মশালায় এ তথ্যগুলো তুলে ধরা হয়। দি ইউনিয়ন-এর আর্থিক সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন, এইড ফাউন্ডেশন, সিয়াম ও বাংলাদেশ তামাক বিরোধী জোট যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। খুলনা বিভাগের সকল জেলা সদর থেকে আগত স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মেয়র ও পৌর নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ তামাক বিরোধী জোটের সক্রিয় সংগঠনের সদস্যগণের উপস্থিতিতে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। কর্মশালায় বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি ইউনিয়নের কারিগরি পরামর্শক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম তাহিন। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম-এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ও জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্ময়কারী হোসেন আলী খন্দকার। কর্মশালা সঞ্চালনা করেন সিয়াম-খুলনার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মাসুম বিল¬াহ প্রমুখ।
খুলনায় তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ক কর্মশালা
Comment using Facebook