তাওহীদ আল উসামা
উপকুলীয় অঞ্চলে নিম্নচাপের প্রভাবে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছে শিল্প বানিজ্য ও বন্দরনগরী নওয়াপাড়া। গত কয়েকদিন যাবৎ নওয়াপাড়াসহ উপজেলার সবত্র তিব্র গরমে বৃষ্টির প্রত্যাশা ছিল মানুষের মনে। তবে গতকাল দুপুরের পর থেকে বৈরি আবহাওয়ায় গুড়ি গুড়ি টানা বৃষ্টিতে ঘরবন্দি হয়ে পড়ে মানুষ। বিকেলে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হয়নি অনেকে। একান্ত প্রয়োজনে যারা বের হয়েছেন তাদেরকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। সড়কে যানবাহন কম থাকায় যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমত ভাড়া আদায় করেছেন রিক্সাচালকরা। তাছাড়া নওয়াপাড়া বাজারের ফুটফাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়ে চরম বিড়ম্বনায়। আশানুরুপ বেচাকেনা না হওয়ায় হাইস্কুল গেট এলাকার চটপটি, বাদাম, বুট বিক্রেতাদের কপালে ছিল চিন্তার ছাপ। যদিও সন্ধ্যার পর বৃষ্টি কিছুটা কমলে বাড়ে মানুষের আনাগোনা। গুড়ি গুড়ি বৃষ্টিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ঘাট শ্রমিকরা। বৃষ্টির কারণে দুপুরের পর থেকে বন্দরের সকল ঘাটের সার লোড আনলোড ব্যাহত হয়। কাজ না থাকায় চায়ের দোকানে অলস সময় পার করছে তারা। এদিকে বাজারের ব্যবসায়ীরা জানান, দুপুরের পর থেকে ছিলনা তেমন কোন বেঁচাকেনা। নুরবাগের ভ্যানচালক আব্দুল্লাহ বলেন, বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় বের হয়েছি পেটের দায়ে কিন্তু রোডে তেমন যাত্রী নেই। ছেলে মেয়ে নিয়ে বিপদের মধ্যে আছি।
নওয়াপাড়ায় হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি : ভোগান্তি চরমে
Comment using Facebook