রুপসা সংবাদদাতা
রূপসা উপজেলার পূর্ব রূপসা বাস স্ট্যান্ড সংলগ্ন সিএন্ডবি জামে মসজিদ ও মারকাযুল হুদা মাদরাসা সড়ক ও জনপথ অধিফতর (সওজ) কর্তৃক উচ্ছেদ অভিযান থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজান শেখ এর সভাপতিত্বে ও মসজিদের খতিব মাওলানা আরাফাত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগমারা আল আকসা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মিজানুর রহমান। বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করেন নৈহাটি ইউনিয়ন ইমাম পরিষদের সাধারণ সম্পাদক আবু হাসান হামিদী, সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল করিম, মারকাযুল হুদা মাদরাসার মুহাতামিম মুফতি আনিসুর রহমান।
রূপসায় মসজিদ ও মাদরাসা রক্ষার্থে মানববন্ধন
Comment using Facebook