স্টাফ রিপোর্টার, যশোর
যশোর সদর উপজেলায় ৪৯তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। রবিবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বালক ফুটবলে হামিদপুর হাইস্কুল চ্যাম্পিয়ন, জঙ্গলবাঁধল হাইস্কুল রানার্সআপ, বালিকা ফুটবলে রুপদিয়া ওয়েলফেয়ার চ্যাম্পিয়ন ও বাহাদুরপুর হাইস্কুল রানার্সআপ হয়েছে। বালক কাবাডিতে উপশহর হাইস্কুল চ্যাম্পিয়ন, শিক্ষাবোর্ড স্কুল রানার্সআপ, বালিকা কাবাডিতে আর্দশ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও উপশহর হাইস্কুল রানার্সআপ হয়েছে। বালক হ্যান্ডবলে মুসলিম একাডেমী চ্যাম্পিয়ন, জিলা স্কুল রানার্সআপ, বালিকা হ্যান্ডবলে প্রগতি বালিকা হাইস্কুল চ্যাম্পিয়ন ও দাউদ পাবলিক স্কুল রানার্সআপ হয়েছে। যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার ট্রপি তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে ও সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার বজলুর রশিদের সঞ্চলনায় বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম রবিউল ইসলাম।
যশোরে আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী
Comment using Facebook