ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা দেয়াপাড়া গ্রামে অবস্থিত আমির হামজা দাখিল মাদ্রাসায় নৈশ্য প্রহরীকে আটকে রেখে চুরি ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। মাদ্রাসার সুপার মো. মোজাফফর হোসাইন জানান, শনিবার দিবাগত গভীর রাতে মাদ্রাসার নৈশ্য প্রহরীকে দুর্বৃত্তরা একটি কক্ষে আটকে রেখে মাদ্রাসার লাইব্রেরীর তালা ভেঙ্গে ভিতরে ঢুকে তিনটি আলমারি ভাঙচুর করে। এসময় নগদ টাকা চুরি করা সহ মূল্যবান কাগজপত্র এলোমেলো করে রেখে যায। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
Comment using Facebook