ঝিনাইদহ সংবাদদাতা
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে দৈনিক শ্যামবাজার পত্রিকার ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, সিও’র নির্বাহী পরিচালক শামসুল আলম, শ্যামবাজার পাবলিকেশনস লিমিটেডের চেয়ারম্যান ইসমাইল মিয়া দুলাল, কালেরকণ্ঠের জেলা প্রতিনিধি এম সাইফুল মাবুদ, এনটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলু, জোহান ড্রিম ভ্যালী পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান বিকাশ কুমার বিশ^াস, জাহাঙ্গীর আলম, গোলাম কিবরিয়া কাজল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক ইব্রাহিম খলিল রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব। অনুষ্ঠান পরিচালনা করেন এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ ও চ্যানেল টোয়েন্টিফোর’র প্রতিনিধি সাদ্দাম হোসেন। সার্বিক তত্বাবধানে ছিলেন দৈনিক শ্যামবাজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আলী হাসান। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ক্রেস্ট দিয়ে অতিথিদের সম্মাননা প্রদাণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সম্মেলনের দেশের বিভিন্ন জেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Comment using Facebook