আজ অনুষ্ঠিত হবে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন

0
110


বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
আজ ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন। শনিবার দুপুরে স্থানীয় সরকারি বালক বিদ্যালয় থেকে নির্বাচন কমিশনের পক্ষে প্রতিটা কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। এ নির্বাচন ইভিএম মেশিনের মাধ্যমে অনুষ্ঠিত হওয়ার কারণে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪৭টি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের কাছে ইভিএম মেশিনের বক্স, প্রয়োজনীয় কাগজপত্র বিতরণ করা হয়। এ সময় নির্বাচন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে সকল কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনে চারজন মেয়র প্রার্থী ও ৮৩ জন কাউন্সিলর প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন। ৯টি ওয়ার্ডের ৪৭টি কেন্দ্রে ৮২ হাজার ৬৯৫ জন নারী-পুরুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে কমিশনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের দিন মাঠে থাকবে ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, পুলিশের ৯টি মোবাইল টিম, র‌্যাবের ৪টি স্ট্রাইকিং ফোর্সসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

Comment using Facebook