খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির খোঁজ খবর নেন সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী

0
145


স্টাফ রিপোর্টার, খুলনা
এক সময়ের মাঠ কাপানো ছাত্র লীগের অন্যতম নেতা বর্তমান খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য ও খুলনা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অসিত বরণ বিশ্বাস হঠাৎ অসুস্থ্য হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল সকালে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী তাকে দেখতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং সার্বিক খোঁজখবর নেন এবং তার সুস্থ্যতা কামনা করেন। অপরদিকে রূপসা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আতাহার আলী ফকির অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি হলে তার সার্বিক খোঁজখবর নিতে হাসপাতালে যান এবং তার সুস্থ্যতা কামনা করেন আব্দুস সালাম মূর্শেদী এমপি।

Comment using Facebook