শ্যামনগর সংবাদদাতা
শ্যামনগর উপজেলার ভেটখালী ও কালিঞ্চি মৌজার ১ নং খাস খতিয়ানের ৪৪ একর ৫৯ শতক জমি প্রশাসনের ভূমি কর্মকর্তাদের ম্যানেজ করে আব্দুল গফফার তার আত্মীয়দের নামে জাল কাগজপত্র তৈরি করে ৩১ ধারায় ভুয়া রেকর্ড করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষে রমজান আলী বাদী হয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড বরাবর অভিযোগ করেছেন। যার অনুলিপি প্রধানমন্ত্রী, ভূমি মন্ত্রী সহ বিভিন্ন দপ্তরে প্রেরন করেছেন। অভিযোগে বলা হয়েছে ভেটখালী ৭৮ নং ও কালিঞ্চি ১১৪ নং মৌজার এস এ ১ নং খাস খতিয়ানের জমি বাংলাদেশ সরকার এর জেলা প্রশাসক সাতক্ষীরা বরাবর রেকর্ড হয়। যাহা রাস্তা, খাল, নদীল চর, বালুর চর ও বনাঞ্চল। আব্দুল গফফার উক্ত জমি শ্যামনগর অসাধু সেটেলমেন্ট অফিসার ও স্থাণীয় ভূমি প্রশাসনের সহযোগীতায় সরকার বাহাদুরের নাম কেটে ৩১ ধারায় আব্দুল গফফারের ভাই, ভাতিজা, শালা, মেয়ে ও ভাগ্নির নামে রেকর্ড করেছে। যাহার ডিপি খতিয়ান নং- ১৩২৫, ১৩৩৯, ৩২৭, ৫১২ ও ৫১৩। এ ঘটনায় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আকতার হোসেন ও শ্যামনগর সহকারী ভূমি কমিশনার মোঃ আসাদুজ্জামান এর সাথে মুঠোফোনে কথা হলে তারা বলেন অভিযোগের কপি এখনও আমার হাতে আসে নাই। পাইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comment using Facebook