কুষ্টিয়া সংবাদদাতা
কুষ্টিয়ার কুমারখালিতে শিলাইদহে আব্দুর রাজ্জাক (৫৫) নামে ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বিত্তরা। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকার একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। কুষ্টিয়ার কুমারখালির শিলাইদহে চলমান দীর্ঘদিনের বিরোধের জের ধরে প্রকাশ্যে চায়ের দোকানে ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণির এক কর্মচারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই কর্মচারীর নাম আব্দুর রাজ্জাক (৫৫)। নিহত আব্দুর রাজ্জাক ওই এলাকার মৃত আয়ূব আলীর ছেলে। কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, সকালে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আব্দুর রাজ্জাক। স্থানীয় খাঁ ও বিশ্বাস গ্রুপের কয়েকজন এসে তাকে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
Comment using Facebook