খুলনা ব্যুরো
দীর্ঘ ৭ বছর পর আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা দুটি প্যানেলে ভাগ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচন ঘিরে উভয় প্যানেলে চলছে জমজমাট প্রচারণা। হাসপাতাল, ক্লিনিক, চিকিৎসকদের বাড়ি, চেম্বার, প্রায় সব জায়গাতে চলছে নির্বাচন কেন্দ্রীক আলোচনা-সমালোচনা। উভয় গ্রুপ তাদের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, নির্বাচনে মোট ভোটার রয়েছেন দুই হাজার ১৭৮ জন। ২৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৯ জন প্রার্থী। ১৫ সেপ্টেম্বর মহানগরীর ৭ রাস্তার মোড়ের বিএমএ মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ডা. বাহাররুল আলম-ডা. তরুণ পরিষদ এবং ডা. হামিদ আসগর – ডা. মেহেদী নেওয়াজ পরিষদে ২৪ টি পদে ৪৮ জন প্রার্থী হয়েছেন। তবে এ দুটি পরিষদের বাইরে গিয়ে সহ-সভাপতি প্রার্থী হয়েছেন ডা. মামুনুর রশীদ। অর্থ্যাৎ নির্বাচনে ২৪টি পদে মোট প্রার্থী ৪৯ জন। ডা. বাহার-ডা. তরুণ পরিষদের প্রার্থীরা হলেন- সভাপতি পদে বর্তমান সভাপতি ডা. শেখ বাহারুল আলম, সহ-সভাপতি পদে ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, ডা. দিদারুল আলম শাহীন ও ডা. সুফিয়ান রুস্তম, সাধারণ সম্পাদক পদে ডা. জিল্লুর রহমান তরুণ, কোষাধ্যক্ষ পদে ডা. প্রশান্ত কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পদে ডা. সুমন রায়, দফতর সম্পাদক পদে ডা. অনল রায়, প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে ডা. সাইফুল্লাহ মানসুর, বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে ডা. দেবনাথ তালুকদার রনি, সংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে ডা. সোহানা সেলিম, সমাজকল্যাণ সম্পাদক পদে ডা. ফিরোজ হাসান, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক পদে ডা. বাপ্পারাজ দত্ত প্রার্থী হয়েছেন।
খুলনা বিএমএ নির্বাচন : জমজমাট প্রচারণা
Comment using Facebook