যশোর অফিস
যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে অব্যাহতভাবে হচ্ছে স্বর্ণপাচার। কোটি কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী সদস্যের দুই চারজন আটক হলেও এর কোন প্রতিকার মিলছেনা। যে কারণে ভয়াবহ হয়ে উঠছে এই কারবারের সাথে জড়িত সিন্ডিকেট। আটক কালে প্রশাসনের সাথে সংর্ষের ঘটনাও ঘটছে। অন্যান্য দিনের মত গতকালও বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৩ কেজি ৪শ’ ৯৮ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণের বারসহ আশিকুর রহমান (৩২) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯ টার টার দিকে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজার থেকে সীমান্তের দিকে আসার সময় তাকে আটক করা হয়। আটক আশিকুর রহমান বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি-জানান, বেনাপোল পোর্ট থানার বালুন্ডা সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান পাচার হয়ে ভারতে যাচ্ছে- বিজিবির গোয়েন্দা বিএসবির গোপন তথ্যের ভিত্তিতে ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক তানভীর রহমান পিএসসি বিশেষ একটি দল নিয়ে বালুন্ডা বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ পাচারকারী আশিকুর রহমানকে আটক করে। পরে তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা ৩০টি স্বর্ণবার জব্দ করা হয় যার ওজন ৩ কেজি ৪৯৮ গ্রাম এবং যার বাজার মূল্য প্রায় ২ কোটি ৫৩ লক্ষ টাকা। এ নিয়ে গত ছয় মাসে ১৭ কেজি ৫৭৪ গ্রাম স্বর্ণ আটক করেছে ২১ বিজিবি ব্যাটালিয়ন। উদ্ধারকৃত স্বর্ণসহ আটক আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান বিজিবি কর্মকর্তা।
যশোরের বিভিন্ন সীমান্ত দিয়ে স্বর্ণপাচার অব্যাহত : আটক হলেও মিলছেনা প্রতিকার
Comment using Facebook