যশোরে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

0
138


যশোর অফিস
গতকাল ১০ সেপ্টেম্বর শনিবার দুপুর ১২টায় মাইকপট্টি থেকে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর সদর থানা কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদর থানা কমিটির সভাপতি শাহরিয়ার আমির, সাধারণ সম্পাদক এড. আহাদ আলী লস্কর, সহ-সভাপতি কামরুজ্জামান রাজেস ও জাতীয় ছাত্রদলের জেলা যুগ্ম-আহ্বায়ক মধুমঙ্গল বিশ্বাস প্রমুখ। করোনা মহামারী, ইউক্রেনযুদ্ধ, তাইওয়ান উত্তেজনাসহ নানা কারণে দেশে বেকার সমস্যা, মূল্য ও মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে। তাই অবিলম্বে গ্রাম ও শহরে রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। নেতৃবৃন্দ আরও বলেন, জাতীয় ও জনস্বার্থ উপেক্ষা করে সাম্রাজ্যবাদ ও তাঁর দালালদের শ্রেণীর স্বার্থে সরকার এই সংকট বৃদ্ধি করে চলেছে। তাই সরকারের গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। সফল করতে হবে জাতীয় গণতান্ত্রিক বিপ্লব। কায়েম করতে হবে শ্রমিক-কৃষক মেহনতি মানুষের রাষ্ট্র, সরকার ও সংবিধান। তা ছাড়া মুক্তির বিকল্প কোন পথ নেই।

Comment using Facebook