কচুয়ায় ২মাদক ব্যাবসায়ী আটক

0
111


কচুয়া (বাগেরহাট) সংবাদদাতা
কচুয়ায় ২ মাদক ব্যব্যবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। কচুয়া থানা পুলিশ জানায় যে, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের নেতৃতে এসআই সঞ্জয় মন্ডল ও এসআই আবদুর রহমান, এএসআই আজাহারুল ইসলাম, এএসআই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মো: রাজু সেখ(২১) ও মো: সোহাগ বালী (২২) কে আটক করে। পুলিশ জানায় যে, ০৭ সেপ্টেম্বর বিকাল ৪টা ৫০মিনিটে কচুয়া থানাধীন দক্ষিন ঝালডাঙ্গা সাকিনস্থ মুত খেয়াল উদ্দিন সেখের ছেলে ইকরাম সেখের মুদি দোকানের সামনে গাবতলা হইতে লড়ারহাট রাস্তাগামী গামী পাকা রাস্তার উপর থেকে মো: রাজু সেখ নামে এক মাদক ব্যাবসায়ীকে মাদক (গাঁজা) বিক্রি সময় হাতে নাতে আটক করে।

Comment using Facebook