পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছায় আব্দুল্লাহ আল মামুন (১৯) ও রাজু শেখ (১৯) নামে দু’ব্যক্তিকে গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ। আটককৃত আব্দুল্লাহ আল মামুন উপজেলার শ্যামনগরের শওকত শেখের পুত্র ও রাজু শেখ গদাইপুরের আছাদুল শেখের পুত্র। এস আই ব্রজ কিশোর পাল জানান, গোপণ সংবাদের ভিত্তিতে ৯ সেপ্টেম্বর ভোরের দিকে (৩.৪০মিনিট) উপজেলার শ্যামনগর গ্রামস্থ কার্তিকের মোড় হতে শ্যামনগর গামী জনৈক শাহিন সরদারের বসত বাড়ীর সামনে ইটের রাস্তার উপর থেকে আব্দুল্লাহ আল মামুনের কাছ থেকে ২০ গ্রাম ও রাজু শেখের কাছ থেকে ১০ গ্রাম সর্বমোট ৩০ গ্রাম গাজাসহ তাদের কে আটক করা হয়।
পাইকগাছায় গাঁজা সহ আটক ২
Comment using Facebook