ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে দুই সহোদর নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকালে উপজেলার সেনপাড়া গ্রামের একটি বিলে। নিহতদের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের মৃত নাজমুল মোড়ল ও এনামুল মোড়ল বিকেলে বাড়ির পার্শ্ববর্তী বিলে ক্ষেতে কাজ করতে যায়। এ সময় আকষ্মিক বজ্রপাতে ক্ষেতে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও দুই ভাই বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে বিলে যায়। সেখানে তাদের মৃত অবস্থায় দেখতে পেয়ে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
খুলনার ডুমুরিয়ায় বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু!
Comment using Facebook