সূরা আরাফ
মক্কায় অবতীর্ণ। আয়াত : ২০৬; রুকূ : ২৪
৭৯. সালেহ এ কথা বলে তাদের জনপদ হতে বের হয়ে গেল, ‘হে আমার সম্প্রদায়! আমি আমার রবের পয়গাম তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, আর আমি তোমাদেরকে উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা তো কল্যাণকামীদের পছন্দ কর না।’
৮০. আর আমি লুতকে পাঠিয়েছিলাম। যখন সে তার কওমকে বলেছিল, ‘তোমরা এমন কু-কর্ম করছো যা তোমাদের পূর্বে বিশ্বে আর কেউই করেনি।
৮১. তোমরা কাম-তৃপ্তির উদ্দেশ্যে স্ত্রীলোকদের বাদ দিয়ে পুরুষদের নিকট গমন করছ। প্রকৃতপক্ষে তোমরা হচ্ছো সীমালংঘনকারী সম্প্রদায়।’
আল কোরআন
Comment using Facebook