সন্তানকে সু-শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের ভুমিকা সব চেয়ে বেশি -এমপি রণজিত কুমার রায়

0
82


মফিজুর রহমান দপ্তরী
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আ’লীগের সভাপতি রণজিত কুমার রায় বলেছেন, শিক্ষাকে আধুনিক ও যুগোপউযোগী করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক শিক্ষার পাশাপাশি মাদরাসা শিক্ষাকে এগিয়ে নিতে সরকার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। জাতি শিক্ষিত না হলে সে জাতির উন্নতি হবেনা। আর প্রতিটি নাগরিকের দায়িত্ব তার সন্তানকে শিক্ষিত করা। শিক্ষার ব্যাপারে সরকারের সহযোগীতার কোন শেষ নেই।

তাই এখন আর কোন অভিভাবক অর্থের অভাবে সন্তানকে লেখাপড়া থেকে বিরত রাখবে সেই সুযোগ নেই। কাজেই অভিভাবকরা যদি সচেতন হয়, তাহলে সন্তান শিক্ষিত হবে। আর সন্তানকে শিক্ষিত জাতিতে পরিণত করতে অভিভাবকদের ভুমিকা সব চেয়ে বেশি। সন্তানের লেখা পড়ার খরচের জন্য আর দু:চিন্তা করতে হয়না। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতিটি শিক্ষার্থীর ঘরে তার লেখা পড়ার খরচ পৌছে দিচ্ছেন। এখন মোবাইলের মাধ্যমে সন্তানের লেখাপড়ার খরচ বাড়িতে বসে পেয়ে যায় শিক্ষার্থীরা।

তাই অভিভাবকদের সচেতন হয়ে নিজ নিজ সন্তানকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। গতকাল শুক্রবার বিকালে অভয়নগর উপজেলার জিয়াডাঙ্গা আহমদিয়া মাদরাসায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডা. মিনারা পারভিন, প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দিন, অভয়নগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আ’লীগ নেতা ও যশোর জেলা পরিষদের সদস্য পদপ্রার্থী আঃ রউফ মোল্যা।

Comment using Facebook