‘লাইভ’ প্রসঙ্গে যা বললেন সাইমন-মাহি

0
123


বিনোদন ডেস্ক
মুক্তি পাচ্ছে সাইমন-মাহি জুটির নতুন সিনেমা ‘লাইভ’। ৯ সেপ্টেম্বর দেশের সিনেমা হলগুলোতে শামীম আহমেদ রনির পরিচালনায় এই সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত লাইভ সিনেমাটি হতে পারে সাইমন-মাহির ক্যারিয়ারের নতুন টার্নিং। এমনটাই মনে করেন ‘পোড়ামন’ খ্যাত এই জুটি। গত বুধবার সন্ধ্যায় লাইভ সিনেমার মুক্তি উপলক্ষে রাজধানীর ইস্কাটনের একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় মাহিয়া মাহি বলেন, কাজ করে বুঝেছি সিনেমাটি ভালো হয়েছে। শুটিংয়ে আমি আর সাইমন আলোচলা করতাম- এই লাইভ সিনেমা দিয়ে আমাদের ক্যারিয়ারে বড় একটা টার্নিং আসবে। সাইমন সাদিক বলেন, একটি দৃশ্যে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা সিনেমায় রাখা হয়েছে।

Comment using Facebook