স্টাফ রিপোর্টার, মণিরামপুর
মণিরামপুরে চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক জামাল উদ্দিনকে এক বছরের সাজা দিয়েছেন আদালত। তিনি চাঁদপুর-মাঝিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলার খেদাপাড়া ইউনিয়নের মাঝিয়ালী গ্রামের মৃত সুজাউদ্দিনের ছেলে। জানাযায়, মাতৃভাষা কলেজের অধ্যক্ষ হাসানুল কবিরের স্ত্রীকে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেন প্রধান শিক্ষক জামাল উদ্দিন। কিন্তু তিনি চাকুরি দিতে ব্যর্থ হওয়ায় অধ্যক্ষকে আট লাখ টাকার চেক প্রদান করেন। এরপর ওই টাকা তুলতে গেলে একাউন্টে যথেষ্ট টাকা না থাকায় তার চেক ডিজঅনার হয়। অধ্যক্ষ এ ব্যাপারে আদালতে মামলা করেন। মামলায় গত ৩১ জুলাই যশোরের যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস প্রধান শিক্ষক জামাল উদ্দিন কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেন। বিষয়টি গোপন থাকার পর গতকাল বৃহস্পতিবার রায়ের বিষয়টি এলাকায় জানাজানি হয়। রায়ের বিবরণীতে উল্লেখ করা হয়, কয়েক বছর আগে মনিরামপুরের রোহিতা ইউনিয়নে গাঙ্গুলিয়া প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন চাঁদপুর-মাঝিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন মুন্না। অভিযোগ রয়েছে মাতৃভাষা কলেজের অধ্যক্ষ হাসানুল কবিরের স্ত্রীকে প্রতিবন্ধী স্কুলে চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জামাল উদ্দিন আটলাখ টাকা ঘুষ গ্রহন করেন। কিন্তু তিনি চাকুরি দিতে ব্যর্থ হন। ফলে জামাল উদ্দিন গত বছরের ১ ও ২৫ জুন আল আরাফাহ ব্যাংকের মনিরামপুর শাখায় তার নিজের একাউন্ট নম্বরের বিপরীতে অধ্যক্ষ হাসানুল কবিরকে দুটি চেক প্রদান করেন। তবে তার একাউন্টে কোন টাকা জমা না থাকায় ওই চেক দুটি ব্যাংক কর্তৃপক্ষ ডিজঅনার করেন। ফলে গত বছরের ৪ অক্টোবর অধ্যক্ষ হাসানুল কবির বাদি হয়ে প্রধান শিক্ষক জামাল উদ্দিনের বিরুদ্ধে যশোরের সংশ্লিষ্ট আদালতে মামলা করেন। পরবর্তিতে আদালত থেকে জামিন নেন জামাল উদ্দিন। কিন্তু জামিনের মেয়াদ শেষ হলেও তিনি আদালতে হাজির হননি। ফলে আদালত তার অনুপস্থিতিতে অভিযোগ গঠন করে সাক্ষ্য প্রমান শেষে গত ৩১ জুলাই যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস সংশ্লিষ্ট ধারায় জামাল উদ্দিনকে অভিযুক্ত করে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তবে প্রধান শিক্ষক জামাল উদ্দিন জানান, চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি নয়, সুসম্পর্কের কারণে অধ্যক্ষ হাসানুল কবিরের কাছ থেকে তিনি লাভের (সুদ) বিনিময়ে এক লাখ ২০ হাজার টাকা গ্রহন করেন। এ সময় অধ্যক্ষকে তিনি দুটি সাদা চেক প্রদানের দাবি করেন। বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মণিরামপুরে চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষকের এক বছরের জেল
Comment using Facebook