যশোরে অবৈধভাবে সার মজুদ : ৮০ হাজার টাকা জরিমানা

0
84


যশোর অফিস
বাঘারপাড়ায় অবৈধভাবে ইউরিয়া সার মজুদ করার অপরাধে সার ডিলারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। যশোর জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক এ অভিযান পরিচালিত হয়। জানা যায় বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা বাজারে একটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত প্রতিষ্ঠান : ১টি ১. মেসার্স সৌহার্দ্য এন্টারপ্রাইজ : অবৈধভাবে বিপুল পরিমাণে ইউরিয়া সার (৪৫০ বস্তা) মজুদ এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ (জরিমানা ৮০,০০০/-) অভিযানে সৌহার্দ্য এন্টারপ্রাইজের মালিক মোঃ শাহিদুল ইসলামের (বিএডিসির ডিলার) তিনটি গুদামে তল্লাশি করে ইউরিয়ার পাশাপাশি ডিএপি ২৭০ বস্তা, এমওপি ২০ বস্তা ও টিএসপি ২০ বস্তা মজুদ পাওয়া যায়। অবৈধভাবে মজুদকৃত ইউরিয়া বন্দবিলা ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে সাধারণ কৃষকদের মাঝে ও যেসব এলাকায় সারের সংকট রয়েছে সেসব এলাকায় বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব; সার্বিক সহযোগিতা করেন বাঘারপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তরুণ রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাজ্জাদুর রহমান।

Comment using Facebook