বাগেরহাট সংবাদদাতা
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক পাঠদানকারী কলেজ র্যাংকিংয়ে বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ বাগেরহাট জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। জাতীয় পর্যায়ে এই কলেজটিকে ৮৩তম শ্রেষ্ঠ কলেজ হিসেবে নির্বাচিত করা হয়েছে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ব বিদ্যালয়ের গনসংযোগ দপ্তরের পরিচালক মোঃ আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত স্নাতক (সম্মান) পাঠদানকারী ৮৮১টিকলেজকে অনলাইনে তথ্য প্রেরণের জন্য ২০১৯ সালের ৩ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কলেগুলোর প্রেরিত তথ্যের ভিত্তিতে ১২৫টি কলেজ প্রাথমিকভাবে নির্বাচিত হয়। এর মধ্যে বাগেরহাট সদর উপজেলার বেলায়েত হোসেন ডিগ্র্রি কলেজ সারাদেশে ৮৩তম এবং জেলায় প্রথম অবস্থানে রয়েছে।
Comment using Facebook