কেশবপুর সংবাদদাতা
কেশবপুরে এক যুগ ধরে দখলে থাকা সম্পত্তি জবর দখলে নেওয়ার হুমকীর অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী পাচু দাস বাদী হয়ে যশোর আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা দায়ের করেছে। যার মামলা নং-২৪০/২০২২। মামলার বিবারনে জানা গেছে, উপজেলার জাহানপুর গ্রামের পুর্ণ দাসের ছেলে পাচু রিশি দীর্ঘ এক যুগ ধরে ৭নং জাহানপুর মৌজার এস,এ ৪০ ও আর এস, খতিয়াতের ২২৯৬ দাগের ৬২ শতক জমির মধ্যে ২৩ শতক জমি রেকর্ড বুনিয়াদে ভোগ দখল করে আসছে। মৃত কানাই দাসের ওয়ারেশ মনিরামপুর উপজেলার মহাদেবপুর গ্রামের অর্জুন দাসের স্ত্রী লতা দাস, কেশবপুর উপজেলার শিকারপুর গ্রামের পলাশ দাসের স্ত্রী ববিতা দাস ও জাহানপুর গ্রামের পূর্ন দাসের ছেলে কার্তিক দাস দীর্ঘদিন ধরে পাচু দাস উক্ত দখলীয় সম্পত্তি জোর করে দখল নেওয়ার হুমকী-ধামকী দিয়ে আসছিল। সম্পত্তি ও জীবনের নিরাপত্তার কথা ভেবে নালিশী জমিতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে পাচু দাস বাদী হয়ে দখলবাজ লতা দাস, ববিতা দাস ও কার্তিক দাসের বিরুদ্ধে গত ৭ জুলাই ২২ তারিখ যশোর আদালতে মামলা দায়ের করে।
কেশবপুরে দখলীয় সম্পত্তি জবর দখলের হুমকী : আদালতে মামলা
Comment using Facebook