খুসখুসে কাশি-গলাব্যথা সারাবে আদার চকলেট

0
100


নওয়াপাড়া ডেস্ক
আদার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে কমবেশি সবারই ধারণা আছে। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য বিভিন্ন সংক্রমণ ও প্রদাহ থেকে মুক্তি দেয়। ঠান্ডাজনিত সমস্যায় সর্দি, খুসখুসে কাশি ও গলা ব্যাথার সমস্যায় কার্যকরী ভূমিকা রাখে আদা। যারা কাঁচা আদা খেতে পারেন না, তারা চাইলে তৈরি করতে পারেন আদার চকলেট। এটি খেতেও যেমন সুস্বাদু, তেমনিই এর কার্যকারিতাও অনেক। খুসখুসে কাশি থেকে গলা ব্যথা সবই সারাতে পারবেন আদার চকলেট খেয়ে। জেনে নিন রেসিপি- উপকরণ ১. আস্ত আদা বড় ৪ পিস ২. গুড় বা চিনি আধা কাপ ও ৩. ঘি ২ টেবিল চামচ

Comment using Facebook