স্টাফ রিপোর্টার
কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে। বুধবার রাতে উপজেলার বরণডালি কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজ মোড় এলাকা থেকে উদ্ধার করা হয়। বরণডালী কপোতাক্ষ সম্মিলনী ডিগ্রি কলেজের সামনে কেশবপুর টু কলারোয়া সড়কের উপর সাতক্ষীরা-ল ১২-০৬০৭ নম্বরের লাল রংয়ের ১৫০ সি সি এ্যাপাচি মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। সেখান থেকেই মোটরসাইকেলে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ২০২ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
কেশবপুরে ফেনসিডিল উদ্ধার
Comment using Facebook