খুলনা মহানগরীর ১৩০টি ম-পে শারদীয় উৎসব

0
88


মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার
২০২২ সালে খুলনা মহানগরে ১৩০টি ম-পে শারদীয় দূর্গোৎসব পালিত হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে নগরীর আওতাধীন ৮টি থানায় ১৩০টি মন্ডপের তালিকা খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের নিকট হস্তান্তর করা হয়েছে। বুধবার এই তালিকা তুলে দেওয়ার সময় মহানগর পূজা পরিষদ নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের সাথে তার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে জেলা প্রশাসক শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন। এবছর সুষ্ঠু ও সুন্দরভাবে যথাযথ ভাবগাম্ভির্যের মধ্যে দিয়ে এবং উৎসবমুখর পরিবেশে শারদীয় উৎসব উদযাপনের জন্য জেলা প্রশাসক সবধরণের সহযোগীতার আশ^াস দেন। তিনি পূজার আগে প্রতিমা নির্মাণকালীন সময়ে প্রত্যেক মন্দির কমিটিকে স্বেচ্ছাসেবক বা পাহারাদার রাখার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু যুগ্ম সাধারণ সম্পাদক বিশ^জিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. বিজন কৃষ্ণ মন্ডল, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জি, সহ-সাংগঠনিক সম্পাদক ভবেশ সাহা, সহ-গণসংযোগ সম্পাদক রবিন দাস, অলোক দে প্রমুখ।

Comment using Facebook